চোখের সামনে বানের পানিতে তলিয়ে যাচ্ছে ধান।



জামিল আহমেদ শাকিল প্রতিনিধি তাড়াশ (সিরাজগঞ্জ):

 সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাতে নদী-নালা খাল-বিল পানি বৃদ্ধি পাওয়ায় চলতি রোপা-আমন মৌসুমে রোপণকৃত রোপা ধান পানিতে ডুবে যাওয়ায় কৃষকের স্বপ্ন-দুঃস্বপ্নে পরিণত হতে চলেছে।

 ইরি বোরো ধান চাষে কৃষকরা লাভবান হওয়ায় রোপা মৌসুমে সুযোগ বুঝে তারা আমন ধানও বেশি পরিমাণ লাগায়। চারার দাম চড়া থাকলেও চাষ যোগ্য জমি ফেলে রাখেনি এই কুসুম্বী, বিনোদপুর চাষিরা। 

চোখের সামনে বানের পানিতে তলিয়ে যাচ্ছে বিঘা থেকে বিঘা জমির ধান। ফলে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। কৃষি অফিস, বলছে আবহাওয়া স্বাভাবিক হলে পানি কমতে থাকলে তলিয়ে যাওয়া ধানের তেমন ক্ষতি হবে না।

তবে পানি কমের লক্ষন নাই। এলাকার কৃষকরা জানায় প্রতি বিঘা জমিতে খরচ হয় ৪০০০ হাজার টাকার মতো। সেই টাকা ক্ষতি হচ্ছে অনেক গরিব কৃষকের। তাড়াশ উপজেলার  কোহিত,বিনোদপুর,কুসুম্বী,পালাশী,বিনসারা,ধোপাগাড়ি, বসতুল গ্রামের কিছু তলিয়ে গিয়েছে।

Post a Comment

Previous Post Next Post