গলাচিপার আটখালীতে শ্রী কৃষ্ণের জন্মাঅষ্টামী উপলক্ষে পুজা অর্চনা ও রেলী অনুষ্ঠিত হয়।


পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা আটখালী গ্রামের সার্বজনীন মন্দিরে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো রেলী, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, পুজা অর্চনা ও চার প্রহর ব্যাপী নামকৃর্তন অনুষ্ঠান। সকাল ৮ টায় গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু করে সকাল ৯টায় পুজা অর্চনা করা হয় পুজা অর্চনার পুরিহীত্ব করেন দেবদুলাল গোস্বামী এবং বিকাল চারটা এলাকার হিন্দু ধর্মালম্বী মিলে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ নিয়ে এলাকা পরিক্রমা করেন এবং রাত ১২টায় পুজা শেষে প্রসাদ বিতরণ করেন।  এসময় উপস্থিত ছিলেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন, সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা এলজিইডির অশোক চন্দ্র বালা,গৌতম চন্দ্র রায়, মন্দির কমিটির সভাপতি শিক্ষক তপন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র ভূইয়া ও মন্দির কমিটির সকল সদস্য বৃন্দ ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Post a Comment

Previous Post Next Post