পরি মনির মত মধ খোর দেহ ব্যাবসাহিরা নায়কার জন্য বিনা পারিশ্রমিকে লরবে তারা



জরুরি খবর বিনোদন : চিত্রনায়িকা পরীমনিকে জামিনে ছাড়িয়ে আনতে উচ্চ আদালতে কোনো আর্থিক সহযোগিতা ছাড়াই আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তার সঙ্গে থাকবেন সুপ্রিম কোর্টের একদল আইনজীবী।

সোমবার (২৩ আগস্ট) আইনজীবী জেড আই খান পান্না বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘আমিসহ একদল আইনজীবী পরীমনির পক্ষে আইনি লড়াই করব। আমরা কোনো পারিশ্রমিক নেব না।’

আইনজীবী দলে রয়েছেন- অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম, অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল, মাহরিন মাসুদ ভূইয়া, আয়েশা আক্তার, রোহানী সিদ্দিকা, রোহানী ফারুক খান, দেবাজিৎ দেবনাথ, মশিউর রহমান রিয়াদ, মানিবেন্দ্র রায় মণ্ডল, নাজমুস সাকিব, ইয়াসমিন ইতি প্রমুখ আইনজীবী।

রবিবার (২২ আগস্ট) রাতে ফেসবুক পোস্টে আইনজীবী জেড আই খান পান্না লিখেন, ‘পরীমনির মামলা বিনা পারিশ্রমিকে করার সিদ্ধান্ত নিয়েছি। যারা সঙ্গে থাকতে চান থাকবেন।’

এর আগে শনিবার (২১ আগস্ট) তৃতীয় দফায় রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমনিকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশেক ইমাম এ আদেশ দেন।

এদের মত আইনজীবী দের জন্য আজ সমাজের ভাল লোকেরা কষ্টে আর খারাপের কোটি পতি।

Post a Comment

Previous Post Next Post