মো: ইমরুল হাসান, রংপুর জেলা প্রতিনিধি :
রংপুরের মিঠাপুকুরে এক গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে জবেদুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (৩০ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, জবেদুল ইসলাম গত ৪ রমজান ওই গৃহবধূকে ইফতারের দাওয়াত দেয়। ইফতারের সময় জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে ওই গৃহবধূকে অচেতন করে ধর্ষণ করা হয়। ধর্ষণের সময় জবেদুলের দুই ভাবি ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে জবেদুল। গ্রেফতার জবেদুল ইসলাম উপজেলার লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
গৃহবধূর স্বামী ঢাকায় থাকায় বিষয়টি তিনি অনেকদিন গোপন রেখেছিলেন। কয়েকদিন আগে আবারও গৃহবধূকে ভাবি শাপলা বেগমের বাসায় রাত যাপনের প্রস্তাব দেয় জবেদুল। উপায়ন্তর না দেখে পুরো বিষয়টি ঢাকায় থাকা স্বামীকে খুলে বলেন ওই গৃহবধূ। এ ঘটনায় রোববার রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করলে জবেদুলকে গ্রেফতার করে পুলিশ।
মিঠাপুকুর থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে জবেদুল নামে এক যুবককে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Tags
অপরাধ