ঝিনাইদহ সদর থানার ২ নং মধুহাটি ইউনিয়ন রাস্তার বেহাল দশা

         জরুরি খবর

ঝিনাইদহ জেলার সদর থানার ২নং মধুহাটি ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড মধুহাটি গ্রামের কাদাযুক্ত রাস্তাঘাট এর ভোগান্তিতে ভুগছেন প্রায় ৫ হাজার চাষি পরিবার। মধুহাটি গ্রামে প্রায় ২০০ বিঘা জমিতে পটল চাষ করা হয় , সাথে মরিচ,লেবু,সহ নানা প্রজাতির সবজী চাষ করে থাকে এখান কার চাষিরা।


কিন্তু এদের এমনি দুর্ভাগা কপাল যে, অধিক উৎপাদন করেও ঠিক মতো বাজারজাত করতে পারছেনা, শুধু মাত্র কাদাওপানি ভরা রাস্তা চলাচলে অনুপযোগী বেহাল এই রাস্তার কারনে, এই রাস্তা এতোটাই অনুপযোগী যে কৃষি ক্ষেত পর্যবেক্ষন করার জন্য কোন কৃষি অফিসার আসতে পারে না। গ্রামে কোন অসুস্থ রোগীকে দ্রুত চিকিৎসালয় এ নেওয়ার মতো কোন যানবাহন চলাচল করার পরিবেশ নেই এই দুর্ভাগা গ্রামে,এই রাস্তা সমন্বিত বেশ কিছু গ্রাম এই ভোগান্তিতে ভুগছে,,ডুগডুগি বাজার থেকে মধুহাটি ও বড়বাড়ির মওজাপাড়া এবং ভিকের মোড় পর্যন্ত সম্পুর্ন বিকল হয়ে চলাচলে অনুপযোগী হয়ে আছে রাস্তাটা, সাথে ভুগছে মহামায়া,চান্দুয়ালি,বেড়াশুলা,মির্জাপুর,কুবিরখালি,কান্তা সহ বেশ কয়েকটি গ্রাম ঐ গ্রামে আব্দুল হক জানান, গ্রামের কেউ হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া যায় না এবং আমরা যে সবজি চাষ করি তাও সঠিক সময়ে বাজারজাত করতে পারি না।


এলাকার বাসির একটাই দাবি মাননীয় প্রধান মন্ত্রীর কাছে, সারা বাংলাদেশ যখন ডিজিটাল এর আওতাভুক্ত তাহলে আমরা কেন মধ্যযুগীয়দের মতো জীবন জাপন করছি। আমাদের একটাই দাবি গ্রামের রাস্তা চাই,,,, ভিক্ষা নয়।


২নং মধুহাটি ইউনিয়ন এর চেয়ারম্যান মো: ফারুখ হোসেন ( জুয়েল ) জানান ,তিনি গ্রাম বাসির জন্য সর্বোচ্চ সেবাই নিয়োজিত আছেন, ইতিমধ্যে বড়বাড়ি হতে প্রায় ২ কি.মি. রাস্তা পাশ করে এনেছে এবং শুস্ক মৌসুমের শুরুতেই এই রাস্তার কাজে হাত দিবেন। তিনি গ্রামের পটল চাষীদের উদ্দশ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছন।

Post a Comment

Previous Post Next Post