রংপুরের মিঠাপুকুরের লতিবপুর ইউনিয়নের অভিরামপুর গ্রাম। জাহিদুল নামের এক ছেলে ভাবীদের সহযোগিতায় আধুনিক কায়দায় দিনের পর দিন ধর্ষণ চালিয়ে আসছিল। ধর্ষিতার সাথে কথা বলে জানা যায়, জাহেদুল নামের ছেলেটি প্রায় সময় কুনজরে তার দিকে তাকাতো এবং টাকার লোভ দেখিয়ে তার সাথে রাত কাটানোর প্রস্বাও করেছিল কিন্তু আমি কোনভাবেই রাজি হয়নি।একদিন ছেলেটির ভাবীরা আমাকে ফলের জুসের সাথে ঘুমের ট্যাবলে ট খাওয়ায় এবং আমাকে ধর্ষণ করে। সেইসাথে মোবাইলে ভিডিও ধারন করে।ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে আমাকে তিনমাস ধরে ধর্ষণ করে আসছিল।আমার স্বামী ঢাকা থেকে আসার পর আমি তাকে সব খুলে বলি।আমার স্বামী স্থানীয় মাতব্বরদের কাছে বিচার চায় কিন্তু জাহিদুলের টাকা খেয়ে বিচার আজ হবে কাল হবে এইরকম টালবাহানা শুরু হয়। ধর্ষিতার স্বামী থানায় এজাহার করায় মামলা তদন্ত করার আশ্বাস দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এলাকাবাসীর চাওয়া ধর্ষকের কঠিন শাস্তি দিয়ে তাকে ফাঁসিতে ঝুলানো হউক।
Tags
অপরাধ