রংপুরে মিটার রিডিংদের ভুলে মাশুল গুনে গ্রাহক যে


জরুরি খবর:
রংপুর জেলার রংপুর  পল্লী বিদু্ৎ সমিতি ১ এর মিটার রিডিংদের ভুলে গ্রাহকদের বাড়তি মাশুল সচরাচর গুনতে হচ্ছে।  একজন গ্রাহকের অভিযোগের ভিওিতে বিষয়টি স্পষ্ট যে মিটার রিডিংদের ভুলে এমনটি ঘটতেছে। আমি যে  বিলের কাগজটির পিক দিয়েছি সেই বিলটিতে গতমাসে ব্যবহার দেখানো হয় ৫ ইউনিট আর এইমাসে দেখানো হয় ২৫৫ ইউনিট। এমন ঘটনায় গ্রাহকদের বিরুপ মনোভাবের উদ্রেক হচ্ছে।  যেখানে প্রথম স্লাভে ৪.১৯ টাকা সেখানে থার্ড স্লাভে ৬ টাকা হারে তাকে বিল দিতে হচ্ছে। গ্রাহকদের দাবি এমন ভুল যেসকল মিটার রিডিং করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

Post a Comment

Previous Post Next Post