জরুরি খবর :
হবিগঞ্জের বানিয়াচংয়ে মিশুক-টমটমের দৌরাত্ম বেড়েই চলছে। নেই কোন শৃঙ্খলা বা নিয়ম-কানুন। যত্রতত্র পার্কিংসহ সড়কের মাঝে যাত্রীবাহী টমটম-মিশুক দাঁড় করে রাখার কারণে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। তাছাড়া অপ্রাপ্ত বয়স্ক চালকের কারণে চরম ঝুঁকিতে থাকেন যাত্রীসহ পথচারীগণ। এ অবস্থা থেকে উত্তোলন চান সচেতন মহল।
সরজমিনে পরিদর্শন করে জানা যায়, প্রায় ২ বছর আগেও বানিয়াচংয়ে এত মিশুক-টমটম ছিল না। নির্দিষ্ট একটি জায়গায় তখন সিএনজি অটোরিক্সার ন্যায় অল্প সংখ্যক টমটম থাকতো। ছিল এসব টমটমের সিরিয়াল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং অব্যাহত লকডাউনের কারণে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে জীবন-জীবিকার তাগিদে বহুসংখ্যক টমটম-মিশুক নিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। কার্যত অধিকাংশ চালক অন্যপেশায় ছিল।
উপজেলা সদরের বড় বাজার,গ্যানিংগঞ্জ বাজার ও আদর্শ বাজারে মিশুক বেশি দেখা যায়। অনেক ক্ষেত্রে যত্রতত্র পার্কিং করতে দেখা যায় যাত্রীবাহী মিশুককে। বড় বা মাঝারি ধরণের যানবাহন আসলে বন্ধ হয়ে যায় সড়ক। বাজারসমূহে দীর্ঘযানজট লেগে থাকে। এতে করে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। আর তাছাড়া উপজেলা সদরের বিভিন্ন সড়কে ইতিমধ্যে বহু খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব ভাঙ্গাচোরা সড়ক দিয়েই চলছে মিশুক-টমটমসহ বিভিন্ন প্রকারের যানবাহন।
আবার খানাখন্দে বৃষ্টির পানি আটকে কর্দমাক্ত সৃষ্টি হয়েছে। চালকরা দেদারছে মিশুক চালানোর কারণে চাকারপিষ্টে পানি বা কর্দমাক্ত ছিটকে পরিধেয় কাপড়েও পড়তে দেয়া যায় পথাচারীদের। ফলে ভোগান্তি চরমে সাধারণ মানুষের। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক চালক হওয়ায় যে কোন সময় ঘটতে পানে বড় ধরণের দূর্ঘটনা। এতে করে প্রশাসনও অনেকটা নির্বিকার। আর যানজট নিরসনে বাজার কমিটি সমূহেরও নেই কোন কার্যকরি উদ্যোগ।
বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রায় ১ বছর পূর্বে যানজট নিরসনে উদ্যোগ নিলেও পরে এ সিদ্ধান্ত থেকে তারা সরে আসেন। যে কারণে এ বাজারে প্রায়-ই যানজট লেগে থাকে। এ ব্যাপারে গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি তরঙ্গ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা কিছুদিন আগে যানজট নিরসনে
এমন একটি উদ্যোগ নিয়েছিলাম। চেয়েছিলাম টমটম-মিশুক বাজারের বাইরে থাকবে। কিন্তু চালকদের অসহযোগিতার কারণে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে প্রশাসন এর সহযোগিতা কামনা করি।
এ ব্যাপারে বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আঙ্গুর মিয়া জানান, টমটম-মিশুক অনেক বেড়ে গেছে। মিশুকের জন্য স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না। এতে করে মাঝে-মধ্যে দূর্ঘটনাও ঘটে থাকে। আর ভয়ানক ব্যাপার হচ্ছে শিশু চালক! এসব ব্যাপারে প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করি।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, সদরের ৪জন চেয়ারম্যান সাহেবকে দায়িত্ব দিয়েছি মিশুকগুলোকে কার্ডহোল্ডারের আওতায় আনতে। তখন দেখা যাবে কতজন চালক ১৮ বছরের নিচে এবং প্রাপ্ত বয়স্ক। এ বিষয়টি প্রক্রিয়াধীন আছে।