ঝালকাঠিতে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ



ঝালকাঠির রাজাপুরে মরিয়ম বেগম (২২) নামে এক নারীকে দেশীয় অস্ত্র দাও দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ২৯ আগস্ট'২১ রবিবার রাতে ভূক্তভোগী নারী বাদী হয়ে অভিযুক্তদের আসামী করে মামলা দায়ের করেন। মরিয়ম বেগম গালুয়া দুর্গাপুর এলাকার মো. সবুর হাওলাদারের স্ত্রী।

অভিযুক্তরা হলো, বড় গালুয়া এলাকার মো. ইউসুব আলী হাওলাদারের তিন ছেলে মো. কালাম হাওলাদার (৪২), মো. কামাল হাওলাদার (৪০), মো. সুমন হাওলাদার (৩৮), কামালের স্ত্রী আখি বেগম (৩০)

মামলা সূত্রে জানাগেছে, প্রতিপক্ষদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন (২৪ আগস্ট) দুপুরে হঠাৎ করে দেশীয় অস্ত্র দাও, লাঠি নিয়ে কামাল, কালাম, সুমন, আখিসহ অজ্ঞাতরা মিলে গৃহবধুকে বাড়িতে একা পেয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত সহ মাথায় কুপিয়ে জখম করে। খবর পেয়ে মরিয়মের স্বামী সবুর ঘটনা স্থলে উপস্থিত হলে তাকেও এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এ সময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে প্রতিপক্ষরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে খুন জখম করার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে মরিয়মকে ভর্তি করে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Post a Comment

Previous Post Next Post