জরুরি খবর :
গতকাল বৃহস্পতিবার ১৯ শে আগষ্ট রাত আনমানিক ১০ টার সময় মক্কা থেকে কাজে যাওয়ার পথে এক মর্মান্তিক গাড়ি এক্সিডেন্টটে নিহত হন আমাদের দেশের ৪ রেমিটেন্স যুদ্বার।
নিহত দের নাম মানিকগঞ্জের সিংগাইরের জামির্ত্তা ইউনিয়নের চাপরাইলে গ্রামের (মো: হানিফ) বাকি প্রবাসসীদের নাম যানা জানি এক জনের বাসা বগুড়া আর এক জনের বাসা নরসিংদী এবং অপরজনের বাসা ময়মনসিংহ জেলায়।
জানতে পারা যায় একটি গাড়ি সজোড়ে নিহতদটের গাড়ীকে মাঝবরাবর ধাক্কা দিলে ঘটনাস্হলেই ৩ জন এবং হসপাতালে নেওয়ার পর বাকী একজনের মৃত্যু হয়।
আমরা সকলে দোয়াকরি যাতে এই ৪ জন রেমিটেন্স যোদ্বাকে আল্লাহু বেহস্ত দান করেন। আমিন