কক্সবাজারের উখিয়া উপজেলার ৪ নং রাজাপালং ইউনিয়নের অন্তর্গত করইবনিয়া গ্রামের গোলডেবার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার ৩৪ রেজু আমতলীর বিজিবি ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারীকে কে আটক করতে সক্ষম হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি জানায়, মিয়ানমার থেকে ইয়াবার চালান সিমান্ত দিয়ে প্রবেশ করছে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগষ্ট (সোমবার) সকাল ১০ ঘটিকায় কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের আওতাধীন রেজু আমতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা রাজাপালং এর করইবনিয়া গ্রামের গোলডেবার পাহাড়ি এলাকার গোপন স্থানে আগে থেকেই উৎপেতে থাকে।এ সময় মিয়ানমার থেকে সিমান্ত পার হয়ে হাতে একটি ব্যাগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করা এক ব্যক্তিকে বিজিবি তল্লাশি করতে চাইলে পালিয়ে যাওয়ার মূহুর্তে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগ থেকে আটককৃত ১ লক্ষ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য সাড়ে ৫ কোটি টাকা। আটককৃত ইয়াবা কারবারি হল মোঃ রফিক ওরফে নুরুল আমিন(৩৫)। সে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়ার আলী হোসেনের ছেলে।
পরবর্তীতে আটককৃত রফিককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে বিকাল ৪ টার দিকে উক্ত ইয়াবা চালানের সাথে সম্পৃক্ত থাকায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডেইল পাড়া গ্রামের ছৈয়দ নুরের ছেলে মোঃ শাহজাহান(২৭) কে আটক করে বিজিবি ।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মর্মে এক প্রেস বিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ।
উল্লেখ্য যে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রাম থেকে ইতিপূর্বে ও রেজু আমতলীর বিজিবি সদস্যরা কয়েকবারের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছিল। এ কারণে সিমান্ত এলাকায় ইয়াবা উদ্ধারে বিজিবির অভিযান আরো জোরদার করার দাবি জানিয়েছে সচেতন মহল।
Tags
অপরাধ