রংপুরে করোনায় ১০৭ জন শনাক্ত, মৃত্যু আরো ০৭ জনঃ



মোঃআবু তালেব, স্টাফ রিপোর্টার

রংপুর বিভাগে ৮৯১ টি নমুনায় ১০৭ জন শনাক্ত হয়।এদের মধ্যে রংপুরের ২২ জন,দিনাজপুরের ২৫ জন,ঠাকুরগাঁও ২৫ জন,কুড়িগ্রামের ০৮ জন,পঞ্চগড়ের ৫ জন,নীলফামারীর ১০ জন,গাইবান্ধায় ৭ জন,লালমনিরহাট ৫ জন।

এনিয়ে সর্বোমোট শনাক্ত হয় ৫২ হাজার ২১৭ জন।

রংপুরে গত ২৪ ঘন্টায় ০৭ জনের মৃত্যু হয়।মৃত্যু ব্যাক্তিদের মধ্যে ,ঠাকুরগাঁওের ৩ জন,রংপুর ও লালমনিরহাটে ২ জন করোনায় মৃত্যুবরন করেন।

Post a Comment

Previous Post Next Post