মোঃআবু তালেব, স্টাফ রিপোর্টার
রংপুর বিভাগে ৮৯১ টি নমুনায় ১০৭ জন শনাক্ত হয়।এদের মধ্যে রংপুরের ২২ জন,দিনাজপুরের ২৫ জন,ঠাকুরগাঁও ২৫ জন,কুড়িগ্রামের ০৮ জন,পঞ্চগড়ের ৫ জন,নীলফামারীর ১০ জন,গাইবান্ধায় ৭ জন,লালমনিরহাট ৫ জন।
এনিয়ে সর্বোমোট শনাক্ত হয় ৫২ হাজার ২১৭ জন।
রংপুরে গত ২৪ ঘন্টায় ০৭ জনের মৃত্যু হয়।মৃত্যু ব্যাক্তিদের মধ্যে ,ঠাকুরগাঁওের ৩ জন,রংপুর ও লালমনিরহাটে ২ জন করোনায় মৃত্যুবরন করেন।
Tags
দেশের খবর