“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর ২য় দিনের উদ্বোধনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং সিংগাইর উপজেলার চারজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট দিয়ে পুরষ্কৃত করা হয়।
আজ রবিরাব (২৯ আহস্ট) মৎস্য অধিদপ্তর, সিংগাইর, মানিকগঞ্জ এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ এর কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মমতাজ বেগম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ , মেয়র, জনপ্রতিনিধি, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের কর্মকর্তা গন, ইলেকট্রিক মিডিয়ার ব্যাকতিবর্গ, মৎস্যচাষী, মৎস্যজীবী, আড়তদারগন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন, ছাত্র-ছাত্রী বৃন্দ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ওয়াহিদুল আবরার, মৎস্য অফিসের অন্যান্য অফিসার এবং কর্মচারী বৃন্দ প্রমুখ।