মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্টান্ড।এখানে এখন প্রতিনিয়ত হচ্ছে অভিনয় কায়দায় চুরি। গত এক সপ্তাহে এখানে কয়েকটি দোকান চুরি হয়।দোকানদারেরা বলেন, দোকান খোলা রেখে চা খেতে গেলেই এমন ঘটনা ঘটতেছে। ক্যাশবাক্সে তালা কিভাবে খুলে টাকা চুরি করতেছে তা বুজা কস্টকর। সেইসাথে ভ্যানগাড়ীও চুরি হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যাবসায়ীমহল আতংকিত। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করছে।
Tags
দেশের খবর