উল্লাপারা উপজেলা প্রতিনিধিঃমেরাজুল ইসলাম মেরাজ
মাননীয় পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, সলংগা থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজগঞ্জ দ্বয়ের সার্বিক তত্বাবধানে অদ্য ২৬/০৯/২০২১ খ্রিঃ সলংগা থানার টিম কর্তৃক থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া হাটিকুমরুল গোলচত্তরে হাজী ঈমান আলী মার্কেট এর সামনে ঢাকা বাসষ্ট্যান্ডে রাত্রী ০১.৫০ ঘটিকার সময় নওগাঁ হইতে ঢাকাগামী একতা পরিবহণ এর যাত্রী ১। কাজী জাকির হোসেন (৪৫), পিতা-মৃত কাজী খোশবর আলী, সাং-বান্দাইখাড়া, থানা-আত্রাই, ২। মোঃ নাজিম উদ্দীন (নাজমুল) (৩৭), পিতা-মোঃ ফরিদ উদ্দীন, সাং-পৈতা,ডাকঘর সুজাইল হাট, থানা-মহাদেবপুর, উভয় জেলা-নওগাঁদের নিকট হইতে সর্বমোট (১৩৬+১১৭) = ২৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tags
অপরাধ