যেখানে মরদেহ নেই সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি ছাড়া আর কিছু নয়:-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


মোঃ আল-আমিন ঢাকা প্রতিনিধি

যেখানে মরদেহ নেই সেখানে মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো ইতিহাস বিকৃতি ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি আরও বলেন খলনায়ককে নায়ক বানানোর কিছু নেই।

১ সেপ্টেম্বর ২০২১ (বুধবার) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘অপারেশন জ্যাকপট’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেছেন।

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, কাউকে সম্মান জানানোতে সরকার বাঁধা দিতে পারে না। শুধু জিয়াউর রহমানের কবর নয়, সংসদ ভবন এলাকায় নকশা বহির্ভূত স্থাপনা সরিয়ে ফেলার জন্য স্পিকার বরাবর আবেদন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post