বন্যায় প্লাবিত নিম্ন এলাকাগুলো

 
মোছাঃ ববি আক্তার কাজিপুর (সিরাজগঞ্জ) 

যমুনার নদীর পানি বাড়াতে কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নসহ আর ও কয়েকটি এলাকা তলিয়ে গেছে যমুনার পানিতে।যমুনার পানি বাড়াতে নদী ভাঙ্গনের প্রভাব ও বেশি হয়েছে। তলিয়ে গেছে রাস্ত -ঘাটসহ  কৃষকের অনেক ফসল।এদিকে যেমন কৃষকের খতি হচ্ছে তেমন খতি হচ্ছে সাধারন মানুষের। বন্যায় রাস্তা -ঘাট তলিয়ে যাওয়ার কারনে যেমন খতি হচ্ছে সাধারন মানুষের তেমনি খতি হচ্ছে গবাদি পশুর। বন্যার কারনে গবাদি পশু চারনভুমিতে নিতে পারছে না ফলে খাদ্যের সংকট দেখা যাচ্ছে গবাদি পশুর। 

স্থানীয়রা আর বলছেন যে রাস্তা -ঘাট তলিয়ে যাওয়ার কারনে বিভিন্ন রকম বিপদের সম্মখিন হচ্ছে তারা।এদিকে আবার দির্ঘদিন যাবৎ স্কুল বন্ধ থাকায় স্কুলে অ্যাসাইমেন্ট দেওয়া হচ্ছে। কিন্তু বন্যায় রাস্তা -ঘাট ভেঙ্গে যাওয়া ও তলিয়ে যাওয়ার কারনে ছেলে মেয়েকে স্কুল এ পাঠাতে চান না তারা।কারন বন্যার কারনে স্কুল যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই।  

তাই স্থানীয়রা বলছেন আগে থেকেই প্রশাসনের খেয়াল রাখা দরকার ছিল এদিকে। 

Post a Comment

Previous Post Next Post