দৌলতদিয়া যৌন পল্লীতে র‌্যাবের অভিযানে যৌন উওেজক ওষুধ জব্দ।



মোঃ সুজন হোসেন কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম যৌন পল্লীতে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়াম (র‌্যাব)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়া যৌন পল্লীতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় যৌন পল্লীতে অবস্থিত আলম মগুলের লন্ড্রির দোকান থেকে তিন কাটুন যৌন উওেজক ওষুধ জব্দ করা হয়। পরে দোকানি আলম মগুলকে আটক করে র‌্যাব।  আলম রাজবাড়ী সদর উপজেলার মাধবলক্ষীকোল এলাকার বাসিন্দা পরে আলম মগুলকে রাজবাড়ী জেলা প্রশাসকের কাযালয়ে নিয়ে গেলে নিবাহী ম্যাজিস্ট্রট বিপুল সিকদার মোবাইল কোট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ফরিদপুর র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ( এসপি) মোঃ খোরশেদ আলম বলেন,দেশব্যাপী র‌্যাবের বিশেষ মোবাইল কোট সপ্তাহ-২০২১ পালিত হচ্ছে।  সেই ধারাবাহিকতায় রাজবাড়ীর দৌলতদিয়া যৌন উওেজক ওষুধসহ তাকে আটক করা হয়। পরে নিবাহী ম্যাজেস্ট্রেটের মোবাইল কোটে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে র‌্যাবের একটি দল রাজবাড়ী পৌরসভা এলাকায় নূর ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ বাদল শিকদার,জেলা স্যানেটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন। 

Post a Comment

Previous Post Next Post