নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি,
খেলায় অংশ নেয় নিঃস্বার্থ সমাজকল্যাণ সংস্থার মুল কমিটি বনাম কেন্দুয়াপাড়া উপকমিটি ।
আগামীকাল শনিবার বিকালে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফুটবল খেলার উদ্ভোদন করেন অত্র সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক মো.শাহেল মাহমুদ । ষাট মিনিটের খেলায় উপকমিটিকে ৪-১ গোলে হারিয়ে বিজয় লাভ করে কমিটির মূল দল । খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় অত্র সংগঠনের সভাপতি ইফতেখার ভূইয়া রিদ্বীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও শিক্ষানুরাগী সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্লাহ মান্নান সানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসহাক মিয়া ও মো আব্দুস্ সালাম।
এসময় আরও উপস্থিত ছিলেন কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, কাঞ্চন পৌরসভা সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রহমান লিটু, অনিবার্ণ চাইল্ড কেয়ার এন্ড রিহ্যাবিল্যাটেশন সেন্টারের প্রধান শিক্ষক সোহেল রানা, পূর্বাচল আদর্শ সেবা সংস্থার সাধারন সম্পাদক রাশেদ ফকির, যুব শক্তি ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ মহসিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সুন্দর জীবন ক্লাবের সভাপতি শাহান আফরোজ নাফিজ, সৃষ্টির জন্য মানবতা সংগঠনের সভাপতি মো আহসানউল্লাহ, সেচ্ছাসেবী রাতুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অন্তর সরকার, সহ-সভাপতি মাহাবুব আলম শাহেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আবিদ, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, অর্থ সম্পাদক মিনহাজুর রহমান হিরা, ক্রীড়া বিষয়ক সম্পাদক নয়ন চৌধুরী ও সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক আবু সানি প্রমুখ। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Tags
দেশের খবর