মো: ইমরুল হাসান, রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বাড়ির পাশের পুকুর থেকে উম্মে হানি (৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর মাল্লীপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়হ
নিহত গৃহবধূ ওই এলাকার জিয়াউল ইসলামের স্ত্রী। ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্ত্রী উম্মে হানীর সঙ্গে জিয়াউল ইসলামের মতবিরোধ চলে আসছিলো। ঘটনার দুদিন আগে জিয়াউল তার স্ত্রীকে মারধর করেন। রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে উম্মে হানির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
Tags
দেশের খবর