জৈন্তাপুরের গৃহিণী বুশরা আক্তার নিখোঁজ, থানায় সাধারণ ডায়েরী



কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়্গ্রামের গৃহিণী বুশরা আক্তার নিখোঁজ বলে দাবি করছেন বুশরা আক্তারের স্বামী মো: আখলাকুল আম্বিয়া।
জানাযায় গত শুক্রবার (৩সেপ্টেম্বর) রাত অনুমান ৯টায় বাড়ীর সকলের অগোচরে ঘরের বাহিরে যান গৃহিণী বুশরা আক্তার, তাৎক্ষনিক ভাবে আশপাশের নিকট আত্মীয় সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিয়ে তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ বুশরা আক্তারের স্বামী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কুড়গ্রামের ফরিদ আহমদের ছেলে মো. আখলাকুল আম্বিয়া বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন (ডায়েরি নং-১৫২/০৪-০৯-২০২১)।
সাধারণ ডায়েরিতে নিখোঁজে বুশরা আক্তারের স্বামীর বর্ণনা মতে বুশরা আক্তারে’র মুখমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, উচ্চতা অনুমান ৫ ফুট, পরনে ছিল গোলাপী রংয়ের মেক্সি, সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নিখোঁজ বুশরা আক্তারের  স্বামী মো. আখলাকুল আম্বিয়া দেশবাসীর কাছে আবেদন যে  কোন হৃদয়বান ব্যক্তি আমার সহধর্মিণী নিখোঁজ বুশরা আক্তারের সন্ধান পেয়ে থাকেন তাহলে  উল্লেখিত মোবাইল নাম্বারে (০১৭ ১০ ১০ ৭১ ৩০) যোগাযোগ করে বুশরা আক্তার এর সন্ধান জানাতে অনুরোধ করেন।

Post a Comment

Previous Post Next Post