গাইবান্ধায় প্রেসক্লাবে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচন!


আসাদুজ্জামান আসিফঃশুক্রবার রাত ৮টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে এক সাধারণ সভায় সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এর আগে, বিকেল ৩টা থেকে পরিষদ হলরুমে সাধারণ সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে নতুন সদস্য অন্তর্ভূক্তসহ বিগত কমিটির সভাপতি নেয়ামুল আহসান পামেল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে তিনি নতুন সভাপতি ও সম্পাদকের শূন্য পদে প্রতিদ্বন্দিতার জন্য সদস্যদের আহবান করেন।

পরবর্তীতে সকল সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে কণ্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দিতায় এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি খালেদ হোসনকে সভাপতি ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদক আগামী সাত দিনের মধ্যে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে সর্বসম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেবেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নব-নির্বাচিত প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন ও সদস্য রিপন আকন্দ।

Post a Comment

Previous Post Next Post