জামিল আহমেদ শাকিল প্রতিনিধি তাড়াশ উপজেলা সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চলনবিল এলাকার আশেপাশে জমি রোপন শুরু হয়েছে।
বৃষ্টির পানির কারণে চলনবিল এলাকার আশেপাশে প্রচুর পরিমাণ পানিতে ধানী ফসল পানিতে তলিয়ে যায়। দীর্ঘ দিন পানিতে তলিয়ে থাকা ফসল নষ্ট হয়ে যায়।
আবার নতুন করে জমিতে রোপন কাজ। যেসব এলাকায় পানি ছিলে বিনোদপুর, কুসুম্বী,বিনসাড়া,পালাশী,ধোপা গাড়ি, ও বস্তুল গ্রামে।
এলাকার স্থানীয় জনগণ বলেন ২ বার করে জমিতে চাষ করা,জমি রোপন খরচ,বীজের খরচ দিয়ে অনেক টাকা হচ্ছে কৃষকদের।
Tags
দেশের খবর