সিংগাইরের জামির্তা ইউনিয়নের বকচর এলাকায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মৃত ইতি আক্তারের (২৬), পিতাঃ মোজাম্মেল,মাতাঃ মনোয়ারা, ওমান থেকে ফিরেছেন গত ২ মাস আগে, তার স্বামী শাজাহান মৃত ইতি আক্তারের একই সাথে বিদেশে ওমানে থাকতেন, পিতাঃ ইসমাঈল, জামির্তা ইউনিয়নের বকচর এলাকার ছেলে ও মেয়ে , জানা যায়, স্বামী শাজাহানের আগের বউ থাকা সত্তেও ওমানে থাকা কালীন সময় মৃত ইতি আক্তার কে বিয়ে করেন।
আজ (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ভোর ৫ টার দিকে ইতি আক্তার তাহার নিজ বাবার বাড়িতে ঘরের অরার সাথে তাহার ওরনার সাথে পেচ দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তবে সরেজমিনে গিয়ে দেখাযায় , মৃত ইতি আক্তারের স্বামী শাজাহান তাহার আগের বউ অসুস্থ থাকার জন্য তাহাকে নিয়ে সাভারের একটি বেসরকারি হাস্পাতালে অবস্থান করছেন।
স্থানীয় সুত্রে আরো জানাযায়, ইতি আক্তারের মৃত্যুর রাত ২ টায় পর্যন্ত তাহার স্বামী শাজাহান মৃত ইতি আক্তারের ঘরেই ছিলেন। কিন্তু আনুমানিক রাত ২ টার সময় হটাৎ করে তাহার বড় বউ অসুস্থ হওয়ার খবর পেয়ে শাজাহান মৃত ইতি আক্তারের ঘর থেকে চলে আসেন।
প্রাথমিক ভাবে রাগের বসত এমন আত্মহত্যা করেছেন বলে ধারনা করছেন সিংগাইর থানা পুলিশ। তবে ময়না তদন্তের শেষে বিষয়টির উদঘাটন হবে বলে জানান সিংগারের শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মুনসুর ।
Tags
অপরাধ