তাড়াশ উপজেলায় এক ঝুলন্ত নারীর লাশ।



জামিল আহমেদ শাকিল প্রতিনিধি তাড়াশ উপজেলা (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার  এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। হত্যা করেছে না আত্মহত্যা হয়েছে এ নিয়ে চলছে জনগনের মাঝে গুঞ্জন।

৪ সেপ্টেম্বর  শনিবার ভোরে উপজেলার তাড়াশ পৌর সভার  জাহাঙ্গীরগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে ওই গ্রামে নাজেম সরকারের বাড়িতে তার স্ত্রী রোজিনা খাতুন(৩০) বারান্দার ডাবের সাথে গলায় কাপরের  ফালি নিয়ে ফাঁসিতে ঝুলছে।

রোজিনা তাড়াশ সদরের  দক্ষিন পাড়ার মৃত মোসলেম উদ্দিনের মেয়ে। প্রায় ১৫ বছর আগে জাহাঙ্গীরগাঁতী মৃত গোলাম সরকারের ছেলে নাজেম সরকারের সাথে বিয়ে হয়। তাদের একটা  ১৩ বছর বয়সের প্রতিবন্ধী কন্যা সন্তান আছে।

বেশ কিছু দিন আগে  গ্রাম্য সালিশে নাজেম সরকার ও রোজিনা খাতুনের তালাকের ব্যবস্থা করা হয়।

গ্রাম্য সালিশে তালাক প্রাপ্ত স্ত্রীকে ভোরন পোষনের টাকা এবং প্রতিবন্ধী মেয়েকে তার বাবা নাজেম সরকার ১ বিঘা জমি ও ১লক্ষ টাকা দিবেন মর্মে প্রতিশ্রুতি দেন। ওই দিনই স্ত্রীর ওই টাকা পরিশোধ করেন। বাকি থাকে মেয়ের প্রতিশ্রুতি। এদিকে রোজিনা খাতুন তাড়াশে তার ভাই শহিদুল ইসলামের বাসায় আশ্রয় নিয়েছিল।
এ দিকে নাজেম সরকারের ভাই নওয়াব সরকার সেই মেয়ের  টাকা ও জমি দেওয়ার নাম করে রোজিনা খাতুনকে ডেকে নিয়ে যায়। পরে প্রতিবন্ধী মেয়ের টাকা ও জমি না পেয়ে লাশ হয়ে ফেরেন তাড়াশ থানা পুলিশের হেফাজতে। এ ঘটনার পর নাজেম সরকার সহ ওই পরিবারের সকল সদস্য পলাতক রয়েছে।
মৃত রোজিনার ভাই শহিদুল ইসলাম বলেন, আমার বোনকে ডেকে নিয়ে মেরে ফেলেছে। এর সঠিক বিচার চাই।

এতাড়াশ থানায় মামলা  রোজিনার ভাই।

Post a Comment

Previous Post Next Post