নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ সাঈদ আনোয়ার(সিফাত)
আব্দুর রহিম মেম্বার বলেন, জীবনের কতটি বছর কেটে গেলো আপনাদের সাথে।খুবই সাধারণ জীবন যাপন করি, কোন ভোগ- বিলাসিতা আমাকে আকর্ষন করতে পারেনি। কোন লোভ আমাকে আমার বিপদগামী করতে পারেনি।সব সময় ই নীতি ও চিন্তায় পরোপকারী থাকতে চেয়েছি। আমি এর আগের ৫ বছর ০১ নং ওয়ার্ড কাউন্সিলর এর ক্ষমতা পেয়েও কখনো কোনোদিন ক্ষমতার অপব্যবহার করিনি। কারণ এটা চিরস্থায়ী না এইটা আমি মনে করি । আমি মনে করি চিরস্থায়ী হলো আচার-আচরণ, ভালো কর্ম। তাই চলার পথে কারো সাথে কোন সময় কোন কষ্ট দিয়ে থাকলে আল্লাহরস্হে আমাকে ক্ষমা করে দিবেন
Tags
দেশের খবর