যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন



আসাদুজ্জামান আসিফঃপীরগঞ্জে যৌতুকের ২ লাখ টাকা দিতে ব্যর্থ হওয়ায় মারপিট ও সন্তানকে কেড়ে নিয়ে গৃহবধূকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়ার ঘটনায় থানা পুলিশের নিকট লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতা গৃহবধু রেশমা। উপজেলার রামনাথপুর ইউনিয়নের সয়েকপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার রামনাথপুর ইউনিয়নের শায়েস্তাপুর গ্রামের বারিক সরকারের মেয়ে রেশমা বেগমের সাথে পার্শ্ববর্তী সয়েকপুর গ্রামের নুর মোহাম্মদ সুজনের বিয়ে হয়। তাদের সংসারে সুমাইয়া খাতুন নামে ৬ বছরের কন্যা শিশু রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রেশমাকে তার স্বামীসহ পরিবারের লোকজন প্রায়ই মারপিট করে। এরই জের ধরে গত ২ সেপ্টেম্বর রেশমাকে যৌতুকের ২ লাখ টাকার জন্য স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি মারপিট করে এবং শিশু কন্যা সন্তানকে কেড়ে নিয়ে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। ওই ঘটনায় নির্যাতিত গৃহবধু তার স্বামী, শ্বশুর ও শ্বাশুড়ি কে আসামী করে থানায় অভিযোগ দিয়েছেন। গতকাল রোববার থানার এসআই অনন্ত কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ঘটনাটির তদন্ত কর্মকর্তা অনন্ত কুমার বর্মন বলেন, আগামী মঙ্গলবার বাদী এবং আসামির পরিবার সমঝোতা বৈঠকে বসবেন বলে দু’পক্ষই আমাকে জানিয়েছে। আর শিশু কন্যা তার বাবার বাড়ীতেই আছে বলে তিনি জানান।

Post a Comment

Previous Post Next Post