আপনার ভোটের উপযুক্ত কোন প্রার্থী?
আপনি কাকে ভোট দিবেন?
কাকে আপনার মূল্যবান ভোটটি দিবেন। চিন্তার ব্যাপার হচ্ছে, কাকে ভোট দিলে এলাকায় শান্তি আসবে । মাদক মুক্ত হবে, গারমেন্সের মহিলাদের কে বিরক্ত করবে না। স্কুলের ছেলে মেয়েদের আসা যাওয়ার ব্যাপারে নিরাপত্তা দিবে। এলাকার উন্নয়ন হবে, বর্ষায় যেন আমাদের ভাসাতে না পাড়ে। অনেকেই বলে ভোট আপনার আমানত। আবেগের বশিভুত হয়ে আপনার ভোট যদি ভুল স্থানে দেন তবে মনে রাখবেন এর মাসুল হিসেবে এলাকায়ে দেখা দিবে। খুন, চুরি, নেশা, ছেলে মেয়েদের উপর বখাটেদের অত্যাচার চলবে। এলাকায় কোন প্রকার উন্নয়ন হবে না। মিথ্যা মামলা এবং হয়রানীর শিকার হবেন।
রাগ করে বা অসুস্থতার কারনে বা ভয়ে অথবা আপনার ভোট কেউ দিয়ে দিবে এই ভেবে আপনার ভোট দেওয়া থেকে বিরত থাকা চলবে না।
আমরা স্বাধীন দেশের পরাধীন মানুষ। ভোট দেওয়ার আগে প্রার্থীর পেছনের ৫/৬ বছরের ইতিহাস দেখতে হবে। এই সব প্রার্থীদের মধ্যে কার নামে কত গুলো মামলা আছে, কে কত গুলো খুনের সাথে জড়িত, আবার দেখতে হবে কোন প্রার্থী কোন প্রার্থীকে গায়েল করার জন্য মিথ্যা মামলায় ফাসিয়েছে কিনা।
যাচাই করতে হবে কোন প্রার্থীরা কাজ দখল করে শত শত সাধারন ঠিকাদারদের পেটে লাথি মেরে একাই টাকার কুমকটন মিল নিয়ে শ্রমিকদের সাথে ছিনিমিনি খেলছে। কারা হিরাঝিল,পাইনাদি,বাতেন পারা,পাগলা-বারি,টিসি রোড,রহমত নগর,আলামিন নগর,মজিববাগ এলাকায় চাদাবাজির সাথে জরিত
। কোন প্রার্থী নূর হোসেনের ভূমিকা পালন করছে । ভুলে যাবেন না ৭ খুনের মত ঘটনাকে।
এর মধ্যে দেখতে হবে কোন প্রার্থী ভোটারদের মিথ্যা মামলায়, হরতাল মামলায়,হেফাজতের মামলায়, খুনের মামলায় ফাঁসিয়ে দেয়। এতে করে কেউ হয় গ্রাম ছাড়া, আবার কেউ হয় দেশ ছাড়া। দেশ তথা গ্রাম ছাড়া না হলে হতে হয় পিরের মুরিদ। ভয়ের কিছু নাই। আল্লাহ আপনাদের সহায় হোক।
মিজমিজি তে কারা মাদক বিক্রি করে। হিরাঝিল,পাইনাদি,বাতেন পারা,পাগলা-বারি,টিসি রোড,রহমত নগর,আলামিন নগর,মজিববাগ ফেন্সিডিল গাঁজা ইয়াবা সরবরাহ করে। কাদের লোক, টাকার বিনিময়ে নিরিহ মানুষ কে লাথি মেরে কারা শত কোটি কালো টাকার মালিক। কোন প্রার্থী অন্য প্রার্থীকে প্রচার প্রচারনায় বাধা দেন। আমাদের আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেককে কাজে লাগানোর জন্য। আমি মনে করি প্রার্থী টাকা দিলে টাকা নিবেন। কারন টাকা না নিলে ঝামেলায় পরতে হবে। মনে রাখতে হবে নির্বাচনের পর এই টাকার হিসেব আপনার পকেট থেকে দিতে হবে।
আমরা ওদের ফাঁদে পা দিব ওরাই আমাদের ফাঁদে পা দিবে।
ভোটাররা একটু হলেও উপকৃত হবে। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, নিজেকে সাধু বানানোর জন্য, কেউ মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ বানিয়ে, কুরবানির ঈদে ১০-১২ টা গরু আর ট্রাক ভর্তি কাপড় বিলিয়ে বেস্ত। এ গুলো নাকি হালাল পয়সা। অনেকেই হজ্জ করে এসে হাজী সেজে কুকর্ম করে বেড়াচ্ছে। কারা হিরাঝিল,পাইনাদি,বাতেন পারা,পাগলা-বারি,টিসি রোড,রহমত নগর,আলামিন নগর,মজিববাগ,সিদ্দিরগঞ্জ পুলের ব্যাবসায়ী ভাইদের থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজির মাধ্যমে ছিনিয়ে নিচ্ছে। হিরাঝিল,পাইনাদি,বাতেন পারা,পাগলা-বারি,টিসি রোড,রহমত নগর,আলামিন নগর,মজিববাগ এলাকার আশে পাশে যুবক ছেলেরা কেন ব্যাবসা থেকে বঞ্চিত।
আমার ভোট আমি দিব, ভাল লোককে ভোট দিব
Tags
দেশের খবর