মোঃ আব্দুল আলিম আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) নাটোর অনির্বান ক্রীড়া চক্র ফুটবল একাদশ ও স্থানীয় তেনসুদ ফুটবল একাদশের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় খেলা শুরু হয়।
খেলায় উভয় দলের খেলোয়াড়েরা তাদের ক্রীড়া নৈপূর্ণতা প্রদর্শন করে দর্শকদের মনে আনন্দ দেন।চরম উত্তেজনাপূর্ন এ খেলায় ২ -১গোলে সুদরানা তেনসুদ ফুটবল একাদশ চাম্পিয়ন হয়। ।
প্রথমার্থের খেলায় কোনো গোল হয় না। খেলার দ্বিতীয় অর্ধের শুরুতেই নাটোর অনির্বান ক্রীড়া চক্র ফুটবল একাদশের ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। অপর দিকে দ্বিতীয় অর্ধের খেলার ৪৭ মিনিটে তেনসুদ ফুটবল একাদশের ১০ নম্বর জার্সি পরিতিহ খেলোয়াড় বাদলের দারুণ শর্টে করা গোলে সমতা ফিরিয়ে আনে তেনসুদ ফুটবল একাদশ।
খেলার ৫৬ মিনিটে আবার ও বাদলের চমৎকার শর্টে করা গোলে এগিয়ে যায় তেনসুদ ফুটবল একাদশ। খেলার বাকি সময়ে কোনো গোল না হওয়ায় তেনসুদ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলায় রেফারি করেন মোঃ মতলেব আলী।
Tags
খেলার খবর