সাফ চ্যাম্পিয়নশীপ খেলা হবে না এলিটা কিংসলের


গাজী রহমান :বাংলাদেশ ফুটবল  এগিয়ে যাবে ফুটবল প্রেমীরা অনেক আশা করে। 
কিন্তু  মাঠে স্ট্রাইকার অভাবে  গোল করতে পারে না 
বাংলাদেশ  শুধু গোল হজম করে। নাইজেরিয়ার  নাগরিকত্ব  চেরে বাংলাদেশের নাগরিক হওয়ার এলিটা কিংসলে।   এলিটা কিংসলে
ভালো মানের  একজন স্ট্রাইকার । বাংলাদেশের সাবেক কোচ জে মিডের মুখে 
ও ছিলো এলিটা কিংলের প্রশংসা। তিনি ও তার সাফের 
চ্যাম্পিনশীপের জন্যা দলে রেখে ছিলো এলিটা কিংসলে  কে। 
হঠাৎ  কোচ পরিবর্তন হলেও
এলিটা কিংসলে কে বাদ দেয় নি  নতুন  কোচ অস্কারব্রুজন।  কিন্তু একটা বাদার জন্যা  খেলা হবে না 
এলিটা কিংলের। 
  তাঁর মূল দলে থাকা নির্ভর করছিল এএফসির ছাড়পত্রের ওপর। সে বিষয়ে আজ এএফসির সঙ্গে সভা করেছে বাফুফে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র না পাওয়া যাওয়ায় সাফের মূল দলে থাকা হচ্ছে না বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া কিংসলের।  বাফুফের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।

Post a Comment

Previous Post Next Post