বগুড়া জেলায় ডায়েরি বিতরন।


আসাদুজ্জামান আসিফঃআজ ৯/৯/২১ রোজ বৃহস্পতিবার 
বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ বগুড়া জেলা শাখার ২০২১ -২০২২ সেশনের  ডায়েরি বিতরণ অনুষ্ঠান  সম্পন্ন হয়েছে।
" টেকনাফ থেকে তেতুলিয়া,  মুফাসসির পরিষদ দেশ জুড়িয়া " শ্লোগান কে প্রতিপাদ্য করে এবারের ডায়েরি প্রকাশিত হয়। প্রভাষক আবদুল বারী রশিদী এর সঞ্চালনায় ও জেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাওলানা আবদুস সালামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন মুহতারাম কেন্দ্রীয় সভাপতি  মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম বেলালী। 

অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি  মুফতি মাওঃ  বজলুর রশিদ মিয়া, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য  প্রফেসর মাওঃ শাইখ নজরুল ইসলাম, বগুড়া জেলা ঈমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মুফতি মাওঃ আব্দুল কাদের,  অধ্যক্ষ মাওঃ হাফিজুর রহমান,  প্রভাষক মাওঃ আবুল কালাম আজাদ,জেলা সেক্রেটারি বগুড়া,মাও মোর্শেদুল আলম মর্তুজা,  সভাপতি জয়পুরহাট জেলা, মাওঃ শামিম ওসমানী, সেক্রেটারি জয়পুরহাট জেলা, মাও গোলাম রাব্বানী যুক্তিবাদি সহ সমাজসেবা সম্পাদক কেন্দ্রীয় কমিটি, মাওঃ গোলাম আজম সহ বগুড়ার সকল উপজেলার দায়িত্বশীল বৃন্দ।

Post a Comment

Previous Post Next Post