সিদ্ধিরগঞ্জের চপল প্রমাণিক (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া ফজলুল হক পাম্পের পেছনের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে ।
নিহত চপল প্রমাণিক পাবনা জেলার ঈশ্বরদী জয়নগর বড়ইতারা দক্ষিনপাড়ার রেজাউল প্রমাণিকের ছেলে।সে স্থানীয় ট্রাকের হেলপার ছিলো।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, নিহতের দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শিমরাইল ফজলুল হক পাম্পের পেছনের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।
Tags
দেশের খবর