পূর্বাচল আদর্শ সেবা সংস্থার পক্ষ থেকে সপ্তাহ ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচী


নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়নগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল আদর্শ সেবা সংস্থা উদ্যেগে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ফলজ ও ঔষধী গাছ রোপন করা হয়। 
পূর্বাচল আদর্শ সেবা সংস্থা সবসময় গরীব আসহায় মানুষের পাশে থাকে বিভিন্ন সামাজিক কাজে একত্রিত হয়ে কাজ করেন। শীতে শীত বস্র বিতরণ, ঈদে ঈদসামগ্রী, চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা, করোনায় মানুষকে মাক্স ও বিনামূল্যে সবজি বিথরণ, মাদকবিরোধী র‍্যালি,  ধর্ষণ বিরোধী মানববন্ধন  সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সবসময় সবার আগে পূর্বাচল আদর্শ সেবা সংস্থা এগিয়ে আসে। সংগঠনের পক্ষথেকে ধন্যবাদ জানানো হয় উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা ফরহাদ হোসেন খোকন কে।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্হিত ছিলেন,  সংগঠনের সভাপতি,  আঃ ওহাব ভূইয়া, সাধারণ সম্পাদকঃ মোঃ রাশেদ ফকির। সাংগঠনিক সম্পাদকঃমোঃপারভেজ ফকির। সহ সভাপতিঃরাসেল আহমেদ ফকির। যুগ্ন সাধারণ সম্পাদকঃনিগার সুলতানা রোজিনা। সমাজ কল্যান বিষয়ক সম্পাদকঃলুতফর রহমান। পরিবেশ বিষয়ক সম্পাদকঃনুরুল হক তরুণ। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়কসম্পাদকঃমোঃকামরুল হাসান। অর্থ সম্পাদকঃ- সেলিম রেজা। তথ্য ও প্রচার সম্পাদকঃআব্দুল মান্নান। মহিলা বিষয়ক সম্পাদকঃসাহারা সুলতানা। আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বাচ্চু,জাকারিয়া, জাহিদুল ইসলাম জাহিদ, ফারুকুল ইসলাম, আসাদুল্লাহ মোল্লা, শিমুল সহ এলাকার গণ্যমান্য লোক

Post a Comment

Previous Post Next Post