রোববার ক্লাসে যেতে পারছে না রাজবাড়ীর পাঁচ হাজার শিক্ষার্থী



মোঃ সুজন হোসেন কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খুলছে দেশের সব স্কুল-কলেজ। স্বাস্থ্যবিধি মেনে চলবে শিক্ষা কার্যক্রম। তবে স্কুল খুললেও প্রথম দিনেই ক্লাসে যেতে পারছে না রাজবাড়ীর প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী।
জেলায় বন্যার পা‌নি‌তে প্লা‌বিত হ‌য়ে‌ছে নিম্নাঞ্চ‌লের ২৪টি প্রাথ‌মিক স্কুল। বোরবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও পানিবন্দি এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান সম্ভব নয়। তাই এসব প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে ক্লাসে ফিরতে।


জেলা প্রাথমিক শিক্ষা অ‌ফিসার হো‌সনে ইয়াসমিন ক‌রিমী সময় নিউজকে বলেন, রাজবাড়ী জেলা সদরসহ ৫টি উপজেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি থাকায় এসব প্রতিষ্ঠানে আগামীকাল (রোববার) থেকে পাঠদান সম্ভব হচ্ছে না। পা‌নি না নামা পর্যন্ত এসব বিদ্যাল‌য়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাক‌বে।

তিনি আরও বলেন, আশা করছি, দুই-এক দিনের মধ্যে পানি নেমে যাবে। ইতোমধ্যে বেশকিছু স্কুলের পানি নেমেও গেছে, তবে মাঠ কর্দমাক্ত রয়েছে। অল্প কয়েকদিনের মধ্যে এসব প্রতিষ্ঠানে ক্লাস কর্যক্রম শুরু করা যাবে।

আরও পড়ুন: ‘স্কুল-কলেজে টিফিন খেতে পারবে না শিক্ষার্থীরা’

জেলা প্রাথমিক শিক্ষা অ‌ফিসার জানান, পানিবন্দি এই ২৪টি প্রাথ‌মিক স্কুলে পাঠদান কার্যক্রম বন্ধ থাক‌লেও শিক্ষকরা নিয়মিত স্কু‌লে যা‌বে। পরবর্তী‌তে শিক্ষার সব কার্যক্রম‌কে জোরদার ক‌রে শিক্ষার্থীদের ক্ষ‌তি পু‌ষিয়ে নেওয়ার চেষ্টা কর‌বেন।

জেলায় সরকারি-বেসরকারি মিলে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৬৭৭টি। এসব প্রতিষ্ঠানে মোট ১ লাখ ৬৮ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

এদিকে জেলার কোনো মাধ্য‌মিক বিদ্যালয় ও মাদ্রাসা প্লা‌বিত হবার খবর পাওয়া যায়‌নি। অর্থাৎ জেলার মাধ্যমিক পর্যায়ের সব স্কুলেই ক্লাস শুরু হচ্ছে আগামীকাল।

জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান সময় নিউজকে বলেন, আমাদের সব স্কুলেই আগামীকাল থেকে খুলছে। তিনটি স্কুলে কিছুটা পানি ছিল। এখন পানি সরে গেছে। মাঠ একটু কর্দমাক্ত থাকলেও ক্লাস কার্যক্রম চালাতে কোনো সমস্যা হবে না। 

Post a Comment

Previous Post Next Post