আফগানিস্তানে তালেবানদের সরকার গঠনের ক্ষমতা ও কর্তৃত্বের অবস্থান স্বীকার করে নিয়েছে ভারত। তবে আফগান সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি দিল্লি।
রোববার (১২ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সঙ্গে একটি যৌথ বিবৃতিতে ভারত তালেবানদের ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতের পক্ষে এই প্রথম একটি দেশ তথা আফগানিস্তানের ক্ষমতায় থাকা শক্তি হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে সরকারিভাবে আফগান সরকার হিসাবে তালেবানকে এখনও স্বীকৃতি দেয়নি।
গত সপ্তাহে আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা করেছে তালেবান। ইতোমধ্যে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে
কাতার, পাকিস্তান, চীন, রাশিয়া, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ।
এদিকে ভারত আফগানিস্তানের পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখছে।
সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত সপ্তাহে তালেবান সরকারের ঘোষণার পর থেকে লাগাতার পরিস্থিতির ওপর নজর রাখছে দিল্লি।
একটানা কয়েক দিন আলোচনার পর আফগানিস্তানে তালেবানর ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিল ভারত।
Tags
জরুরি খবর