বর্ষা আক্তার,ডোমার উপজেলা প্রতিনিধিঃ
১২ই সেপ্টেম্বর প্রকাশিত ব্যাচেলর অব ডেন্টাল সার্জন(বিডিএস)২০২০-২১ সালের ফলাফল প্রকাশ হওয়ায় ৫৩ হাজার ০৪ জন পরিক্ষার্থীর মধ্যে পুরো বাংলাদেশের মেধা তালিকায় ০৬ তম স্থান অধিকার করেন ডোমারের আসাদুজ্জামান নূর।
এই কীর্তি সন্তান জন্মগ্রহণ করেন ডোমার উপজেলার বাগডোকরার নিমোজ খানায় মোঃআব্বাস আলী ও মোর্শেদা বেগমের ঘরে।তারা চার বোন ও এক ভাই।ডোমার সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে নুর।ছোট থেকে অনেক ভাল কবিতা লিখতো সে।সেরা লেখক হিসেবেও অনেক পুরস্কার পেয়েছে আসাদ।
নূরের এই সাফল্য দেখে তার পরিবার ও এলাকাবাসীর আনন্দ উল্লাসের শেষ নেই..সারা এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। তার বাবা গর্বিত হয়ে বলেন"আমি আমার সন্তানের সাফল্য দেখে খুব খুশি।সে যেন অনেক ভালো ডাক্তার হয় এটাই আমাদের চাওয়া।আপনারা সবাই নূরের জন্য দোয়া করিয়েন"
আসাদুজ্জামানকে তার ভবিষ্যতের কথা বল্লে তিনি বলেন"আমার স্বপ্ন বায়োলজি ভাইয়া নামে একটি প্লার্টফর্ম গড়ে তোলা যেখানে বায়োলজির মতো নিরস সাবজেক্টকে মজার করে অনেক সহজ করে স্টুডেন্টদের বুঝানো হবে"
Tags
দেশের খবর