রূপগঞ্জে ৫০০ বছরের পুরনো বট গাছ।

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
"হাজার বছর ধরে" সহ অনেক সিনেমা আর নাটকের শুটিং স্পট নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী হিরনাল বট গাছ।

কালীগঞ্জের মল্লিকপুরের এশিয়ার বৃহত্তম প্রাচীন বটগাছের পর হয়তো দ্বিতীয় স্থানে রয়েছে রূপগঞ্জের হিরনালের বটগাছ। বটগাছটি এক একর জমি জুড়ে বিদ্যমান। গাছটির বয়স কারও মতে ৪০০ বছর, কারও কারও মতে ৫০০ বছরের উপড়ে। কুলিয়াদী মৌজায় অবস্থিত এ গাছটি হিরনাল বাগবাড়ি বটগাছ নামে বিশেষভাবে পরিচিত।

স্থানীয়দের মতে, গাছটি ৪০০ বছরের পুরনো। রাস্তার ধারে ডাল-পাতায় পরিপূর্ণ গাছটি জনবিরল স্থানে পথিকের বিশ্রামের আশ্রয়স্থল। বটগাছটি একের পর এক ঝুরি নামিয়ে বিরাট আকার ধারণ করেছে। এ স্থানটির মালিক ৩৬০ আউলিয়াদের একজন আল-হাদী (র.)। তিনি ছিলেন মিরপুরের শাহ আলী (র.) বড় ভাই। জনশ্রুতি রয়েছে, প্রায় ৫০০ বছর আগে আল-হাদী (র.) এ এলাকায় বসবাস করেছিলেন। তিনি মারা যাওয়ার পর এটা খাস হয়ে যায়।

এই বিস্তৃত বটগাছের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কল-কাকলি মুখরিত শীতল পরিবেশ বিমুগ্ধ চিত্তকে বিস্ময় ও আনন্দে অভিভূত করে।
স্থানীয়রা আরো জানান, এই বটগাছটি পূর্বাচলের অতি নিকটে হওয়ায় বটগাছটি দেখতে অনেক লোকজন আসেন।

Post a Comment

Previous Post Next Post