শেখশেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন প্রতিবন্ধী শিক্ষার্থী।



নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি,
বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ২০২১ উপলক্ষে  বাংলাদেশ শিশু একাডেমী নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এর পঞ্চম শ্রেণীর ছাত্র রিফাত হাসান 'ঘ' বিভাগে ১ম স্থান অধিকার করে।  
 আজ ১৪  সেপ্টেম্বর ( মঙ্গলবার)  সকালে নারায়ণগঞ্জ  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে  এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ । বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও সমাজের অংশ এবং তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে শিক্ষা-কার্যক্রমে সম্পৃক্ত করতে তিনি অভিবাবকদের প্রতি আহবান জানান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে যে অক্লান্ত পরিশ্রম করছে। অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, রূপগঞ্জ নারায়ণগঞ্জের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এক আলোকবিন্দু । অনির্বাণের শিক্ষকদের তিনি আহবান করেন যে, শিশুদের লেখাপড়ার পাশাপাশি তাদের মেধা বিকাশের জন্য খেলাধুলা এবং নানা সৃজনশীল কাজে উদ্ধুদ্ধ করতে।পরে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন  ও শিশু একাডেমি নারায়ণগঞ্জ আয়োজনে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। অনির্বাণ ডিজেবল চাইল্ড কেয়ার স্কুল এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার এর সম্মানিত সভাপতি জনাব শাহ নুসরাত জাহান, উপজেলা নির্বাহী অফিসার বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রিফাত হাসানের এই অর্জনে শিক্ষকদের ধন্যবাদ জানান এবং ফুল দিয়ে উৎসাহিত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ রিয়াজুদ্দিন, প্রধান শিক্ষক সোহেল রানা, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, সহকারী শিক্ষক রাশেদ ফকির, শিক্ষা সহায়ক কাকলী 

Post a Comment

Previous Post Next Post