শেরপুর জেলা প্রতিনিধি : নজরুল ইসলাম
করোনা মহামারির কারণে অনেক দিন ধরে ইস্কুল বন্ধ থাকায় শেরপুর জেলা ঝিনাইগাতি থানার আহমদ নগর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। মাঠে ওনেক কাদা ময়লা আর্বজনা হয়েগেছে। গ্রাম বাসিরা বলেন দুই মাস আগে বন্যার কারণে মহারশি নদীর এক পাস বেঙ্গে যায়। সেই সময় চার পাঁচটা গ্রাম বন্যায় ডুবে যায় তখনি ইস্কুলে পানি ওঠে।
প্রতি বছর বন্যার ইস্কুলের মাঠে পানি ওঠে তার জন্য ছাত্র ছাত্রিদের সমস্যায় ।শিক্ষকেরা বলেন মাঠটা যদি উচ্চু করা হয় তবে এই সমস্যা থেকে মুক্ত হয় ইস্কুলে ছাএ ছাএীরা।
এলাকার চেয়ারম্যান এবং এম পির কাছে ছাএ ছাএী বাবা মমায়ের দাবি এবং আহমদ নগরের মানুষের দাবি তারা তারি যেন এই ইস্কুল টাকে মাটি দিয়ে উচ্চু করে তবে এই ইস্কুলের ব্যানর সময় এই পানি কাদা থেকে মুক্তি পাবে ।
Tags
দেশের খবর