মানিকগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার



মানিকগঞ্জে শহরের রিজার্ভ ট্যাংক এলাকায় একটি বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিলকিস আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি গ্রামের মাজেম বেপারীর মেয়ে। তার স্বামী মাসুদ রানা দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বাড়ির মালিক কিতাবউদ্দিন জানান, গত আগস্ট মাসে পুলিশ সদস্য মো. মাসুদ রানা বাসাটি ভাড়া নেন। মাসুদ রানা গাজীপুরে কনস্টেবল পদে কর্মরত আছেন। বিলকিস আক্তার দুই সন্তানকে নিয়ে ওই বাসায় থাকেন। মাসুদ রানা ছুটি পেলে বাসায় আসতেন।

তিনি আরও জানান, সকাল আটটার দিকে মাসুদ রানার সন্তানদের কান্নার শব্দ পেয়ে প্রতিবেশিসহ কয়েকজন ঘরে ঢুকে বিলকিসের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তবে তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বিলকিস আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post