আগামী ৩০ শে সেপ্টেম্বর রাজবাড়ী জেলা শাখার এি-বাষি‌ক সম্মেলন শহীদ খুশি রেলওয়ে মাঠে।


মোঃসুজন হোসেন কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলা শাখার এি-বাষিক সম্মেলের তারিখ ঘোষণা করেছেন দলের কেন্দীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  এমপি।
আগামী ৩০ শে সেপ্টেম্বর রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন দলের কেন্দীয় সাংগঠনিক সম্পাদক  এবং ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতে মিজ আজম এসপি দীর্ঘদিন পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম স্বাগত জনিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কারা আসছেন আগামী দিনের নেতৃত্বে এমন আলোচনা  এখন সবএ।তবে নেতাকর্মীদের ভোটে নাকি সিলিকসনে নিধারণ হবে। নেতৃত্ব এটা নিয়ে রয়েছে ধোঁয়াশা

Post a Comment

Previous Post Next Post