ভাইস চেয়ারম্যান এর বিরুদ্ধে অভিযোগ!আসাদুজ্জামান

o
 আসিফঃগাইবান্ধার ৭নং বোয়ালি ইউনিয়ন পরিষদের এর , ভাইস চেয়ারম্যান- মোচ্ছাঃলাভলী বেগম, এর বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠেছে। দেখার যেনো কেউ নেই!

গাইবান্ধার ৭নং বোয়ালি ইউনিয়ন পরিষদের এর ভাইস চেয়ারম্যান মোচ্ছাঃ লাভলী বেগম,এর বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠেছে, তিনি প্রতিবন্ধীদের ভাতা,বিধবা ভাতা,বয়স্কো ভাতার টাকা তুলে খাচ্ছে এবং তাদের কাছে সরকারি অনুদান দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। 

অনেক ভুক্তভোগীরা অভিযোগ করেন,লাভলী বেগম অনেক গরিব মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের সরকারি অনুদান দেওয়ার কথা বলে,টাকা নিচ্ছে,কিন্তুু তাদের কোনো ধরনের কোনো অনুদান দেওয়া হয় না।  সব সরকারি অনুদান লাভলী বেগম তার নিজের নামে করে নিচ্ছে। 

ভুক্তভোগীদের বিধবা ভাতা,প্রতিবন্ধি ভাতা,বয়স্কো ভাতা, এই সব কিছুর টাকা তার নিজের নামে নিয়ে নিচ্ছে। এর সাথে জড়িত আছে মোন্নাফ এবং  আরও অনেকেই। 

ভাইস চেয়ারম্যান  লাভলী বেগম তাকে এই সকল অভিযোগের বিষয়ে কিছু বলতে গেলে তিনি উল্টো সাংবাদিক দের হুমকি ধামকি দিচ্ছে।

Post a Comment

Previous Post Next Post