৩০ সেপ্টেম্বর হচ্ছে না রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন।


মোঃসুজন হোসেন কালুখালী(রাজবাড়ী) প্রতিনিধি:
কেন্দীয় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ সেপ্টেম্বর দেশের বাইরে থাকবেন এইজন্যই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনের নিধারিত তারিখ পরিবর্তন করে পুনরায় আগামী ১৬ অক্টোবর তারিখ নিধারণ করা হয়েছে। 

উল্লেখ্য গত (২ সেপ্টেম্বর ) বৃহস্পতিবার  কেন্দ্রীয় আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বরত সাংগঠনিক সম্পাদক মীজ আজম আগামী ৩০ সেপ্টেম্বর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলনের নিধারিত তারিখের কথা জানিয়ে ছিলেন।
পুনরায় তিনি নিউজ টুয়েন্টিফোর এর দেওয়া এ কথা বলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ৩০ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল তবে নেএী ওই সময় দেশের বাইরে থাকবেন বলেই সম্মেলনের নিধারিত তারিখ পরিবর্তন করে আগামী ১৬ অক্টোবর নিধারণ করা হয়েছে। 

তিনি আরও বলেনগত প্রায় দুই বছর করোনা মহামারীর কারণে আমাদের দলীয় কাযক্রম স্হাগিত ছিলো আমার কাজ শুরু করেছে ওয়াড থেকে শুরু করে ইউনিয়ন উপজেলা ও জেলা পযার্য়ে সদস্য সংগ্রহ করে কমিটি গঠনের কাজ চলছে। তবে এরই মধ্যে আগামী আওয়ামী লীগের কমিটিকে কেন্দ্র করে চলছে তুমুল প্রতিদ্বন্ধীতা কে হবে আগামী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক /ভাইটাল দুই পদের বিপরীতে পতিদ্বন্ধী রয়েছে হাফ ডজনের ও বেশী।

Post a Comment

Previous Post Next Post