মোঃসুজন হোসেন কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি:
কালুখালীর মহিমশাহী কালিকাপুর থেকে জি আর পরোয়ানাভুক্ত আসামি ১।সাইদুল মন্ডল (৩৬)ও ২।মোঃজাহিদ(২৬) আসামি গ্রেফতার, সাইদুল মন্ডল ও মোঃ জাহিদ মহিমশাহী গ্রামের পিতা-মোঃমেছের মন্ডল এর ছেলে ও পিতা-মোঃসেকেন আলীর ছেলে। আজ ৪ সেপ্টেম্বর এস আই মো হাসানুর রহমান ও এস আই রুপন চন্দ্র সরকার সঙ্গীয় অফিসার ফোসসহ অভিযান পরিচালনা কলে কালুখালীর মামলা নং-১১ তারিখ-১৯/০১/২০২১ ধারা-৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৮০/৫০৬/১১৪৪ পেনাল কোড-১৮৬০ জি আর নং-১১/২০২১এর পরোয়ানভুক্ত আসামি ১/সাইদুল মন্ডল,২/মোঃজাহিদ মন্ডলকে গ্রেফতার করে এবং আজ ৪ সেপ্টেম্বর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
Tags
দেশের খবর