৪ বছরে বাংলাদেশ থেকে কৃষি রপ্তানি দ্বিগুন!


আসাদুজ্জামান আসিফঃবাংলাদেশের মূল চালিকা শক্তি কৃষি।বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মাটি উর্বর বেশি হওয়ায় এখানে যেকোনো ধরনের চাষবাদ উচ্চফলনশীল হয়।তাইতো মাত্র চার বছরে বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে। আগামী দুই থেকে তিন বছরে সেটা ছয় গুণ হওয়ার সম্ভাবনা দেখছেন কৃষি অর্থনীতিবিদরা।

২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি হতো মাত্র ৫৫ কোটি ডলার। ২০২০-২১ অর্থবছরে কৃষিপণ্য রপ্তানি থেকে ১০৩ কোটি ডলার আয় এসেছে। প্রবৃদ্ধি হয়েছে ১৯ শতাংশের বেশি। চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম দুই মাস জুলাই-আগস্টে কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় ২১ কোটি ডলার বা এক হাজার ৭৮৫ কোটি টাকা। এ সময় প্রবৃদ্ধি হয়েছে ১৬ শতাংশের বেশি। গত অর্থবছরের একই সময় আয় হয় ১৭ কোটি ৮২ লাখ ডলার।

Post a Comment

Previous Post Next Post