মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শিবপুর গ্রামে বজ্রপাতে দু’ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটারদিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের অরজু মিয়ার পুত্র এক সন্তানের জনক রুবেল (৩০) ও প্রতিবেশী সাবের আলীর পুত্র ৩ সন্তানের জনক শাহীন (২৮)।
সরেজমিনে জানা গেছে, সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই রুবেল ও শাহীন বাড়ির দক্ষিণে মাটিকাটা চকে ঘাস কাটতে ছিল। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা ঘাসের বোঝা নিয়ে বাড়ির দিকে রওয়ানা দেয়। পথিমধ্যে বিকটশব্দে বজ্র তাদের শরীরে আঘাত করে। খবর পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে সাহরাইলস্থ ইব্রাহিম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়। কতর্ব্যরত ডাক্তার রুবেলকে মৃত ঘোষণা করেন এবং শাহীনকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে শাহীনও মৃত্যুরকোলে ঢলে পড়ে।
বজ্রপাতে দু’জনের মৃত্যুর খবরে আশপাশের গ্রাম থেকে হাজারো নারী পুরুষ লাশ দেখতে ভীড় করেন। দু’পরিবারেই চলছে শোকের মাতম।
Tags
দেশের খবর