সিরাজগঞ্জে যমুনার পানি বেড়ে যাচ্ছে।


জামিল আহমেদ শাকিল প্রতিনিধি তাড়াশ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জে সবগুলো পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েই চলেছে, বইছে বিপদসীমার অনেক উপর দিয়ে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়ে শুক্রব সকারল ৬ টার সময় বিপদসীমার ৬৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
একই সময় জেলার উত্তরে যমুনা নদীর উজানে কাজিপুর পয়েন্টে পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এবং নদীর ভাটি অঞ্চল শাহজাদপুরের বাঘাবাড়ি ঘাট পয়েন্টে পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) গজ রিডার আব্দুল লতিফ ও খন্দকার সুলতান মাহমুদ এই সকল তথ্য জানান।

সিরাজগঞ্জে সবগুলো পয়েন্টে যমুুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে বিপদ সীমার অনেক উপর বইয়ে যাওয়ার পাশাপাশি দেশের অন্যতম বৃহৎ জলাধার চলনবিল সহ ইছামতি, করতোয়া, ফুলজোড় ও বড়াল নদীর পানি বেড়েই চলেছে। এতে নদীতীরবর্তী ও চরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত মাসের ১৩ তারিখ থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে।

Post a Comment

Previous Post Next Post