কবি_সুমাইয়া ইসলাম হ্যাপির কবিতা_মুসাফির

 
কবি_সুমাইয়া ইসলাম হ্যাপি
তারিখ_২৮/৯/২০২১
*_*_*_*_*_*_*_*_*_*_*_

রাস্তায়  আমি হাটছি নাই
 কেনো থাকার জায়গা তাই 
আমায় ডাকে সবাই মুসাফির

আছে আমার পরিবার
 নেয় শুধু আমি
এখন আমি রাস্তায় 
হয়েছি মুসাফির 

 
আমি অনেক কষ্টে আছি 
দেখে না আমায় কেউ 
আমি যে সেই রাস্তার মুসাফির 

যেইদিন আমি ছিলাম বাড়ি 
সেইদিন আমি ছিলাম 
হাসি খুশি

যেইদিন আমি হলাম মুসাফির 
সেই দিন আমি হয়ে গেছি 
কষ্টের সাগর
 
#সমাপ্ত

Post a Comment

Previous Post Next Post