রাজু আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মান্দা উপজেলার 11 নং কালিকাপুর ইউনিয়নের কালিনগর চকদিরাম মজিদ তলা সংলগ্ন কালিনগর বিলে আজ রবিবার বিকাল 5 ঘটিকার সময় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সেখানে, প্রধান অতিথিঃ জনাব মোঃ ইমাজ উদ্দিন প্রামাণিক (মাননীয় এমপি ও সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়) , বিশেষ অতিথিঃ আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক ।(উপজেলা চেয়ারম্যান মান্দা নওগাঁ), মোঃ নাজিম মন্ডল (সভাপতি মান্দা থানা আওয়ামী লীগ), এডভোকেট নাইট মোর্শেদ বাবু (সাবেক সাধারন সম্পাদক মান্দা উপজেলা আওয়ামী লীগ ), ডাক্তার মোঃ একরামুল বারি টিপু (সাধারণ সম্পাদক মান্দা উপজেলা বিএনপি ), মুখলেসুর রহমান মকে (সাবেক সভাপতি মান্দা উপজেলা বিএনপি), মোঃ আব্দুর রাকিব (জামাতী ইসলাম আমির মান্দা নওগাঁ ), আলমগীর হোসেন (চেয়ারম্যান পদপ্রার্থী 11 নং কালিকাপুর ইউনিয়ন ), সাইদুর রহমান বকুল (সাবেক চেয়ারম্যান 9 নং তেতুলিয়া ইউনিয়ন), রফিকুল ইসলাম (11 নং কালিকাপুর ইউনিয়ন),।
উক্ত খেলায় সভাপতিত্ব করেনঃ অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম (চেয়ারম্যান 11 নং কালিকাপুর ইউনিয়ন), সহ-সভাপতিঃ মোঃ মোস্তাফিজুর রহমান সুমন (চেয়ারম্যান 1 নং ভারশো ইউনিয়ন মান্দা নওগাঁ),।
এই নৌকা বাইচ প্রতিযোগিতা চারটি দল অংশগ্রহণ করেন এবং অবশেষে দুইটি দল বিজয়ী ঘোষণা হয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয় । অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন 11 নং কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন প্রামানিক ।
Tags
দেশের খবর