সন্ধান চাই,



নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি,  
ইছাপুরা নিবাসী  আমির উদ্দিন  বয়স ৯৭ বছর তিনি গত ৮ ই সেপ্টেম্বর রোজ বুধবার   সকালে নিজ বাসা থেকে হাটা হাটির উদ্দেশ্যে বের হয়েছেন। তার পর থেকে তিনি বাড়ি ফিরেনি। তাঁর  পড়েন   ছিলো সাদা পাঞ্জাবি ও লুঙ্গি । তাঁর আত্নীয় স্বজনের  বাসায় খবর নিয়ে জানা গেছে সে কারো  বাসায় যায়নি।  তাই এই বিষয়ে রূপগঞ্জ থানায় একটি  নিখোঁজ  ডাইরি করা হয়েছে।যদি কোন সহৃদয় ব্যক্তির খোঁজ  পেয়ে থাকেন তাহলে উক্ত নাম্বার গুলোতে যোগাযোগ  করার জন্য  অনুরোধ  করা হলো।
নিখোঁজ ব্যক্তির ছেলে, নবীহোসেনঃ 01819044298
                    01979044298
রূপগঞ্জ থানাঃ 01320090357

Post a Comment

Previous Post Next Post